3:32 pm , December 23, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। এ সময় তিনি হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগী, চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক বিষয় খোঁজ-খবর নেন। একই সাথে হাসপাতালে কোথায় কোন সমস্যা আছে সে বিষয়ও খোঁজ নেন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। এর পরে তিনি রোগীদের ও হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে আলোচনায় বসেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা.মনিরুজ্জামানের সাথে। এ সময় হাসপাতালের উপপরিচালক সকল বিষয় অবহিত হন এবং হাসপাতালে পরিচালক ছুটি কাটিয়ে ফিরলে তাকে সাথে নিয়ে হাসপাতালে সমস্যা গুলো সমাধানের আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হালিম মৃধা,জহিরুল ইসলাম লিটু, সদস্য নওশাদ নান্টু,খসরুল আলম তপন, এডভোকেট আবুল কালাম আজাদ ইমন, এডভোকেট সাঈদ খোকন, ১১নং ওয়ার্ডের সদস্য সচিব রানা পাল, ১৫ নং ওয়ার্ডের সদস্য সচিব খালেদুল ইসলাম ইমন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আশিক হাওলাদার, ২১ নং ওয়ার্ড বিএনপির নেতা মেহেদী, ওলামা দলের সভাপতি আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাহাত ফকির, ১১ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি আজাদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।