3:31 pm , December 23, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ গাজীপুরে অভিযান চালিয়ে চুরি যাওয়া ট্রাক সহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের মহানগর গাছা থানা এলাকার ইউনিক গার্মেন্টেসের সামনে এই অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে আটকৃতরা হলেন মোঃ নাজমুল হাসান (২৫) ও মোঃ শরীফ হাওলাদার (২১)। থানা পুলিশের সূত্র জানায় ১৫ ডিসেম্বর রাত থেকে ১৬ ডিসেম্বর সকাল ৮ টার মধ্যে কাশিপুর হাই স্কুল সংলগ্ন ট্রাক টার্মিনাল থেকে একটি চুরি হওয়া ডাম্প ট্রাক চুরি হয়। এ বিষয়ে পুলিশ তদন্ত করে ৫ দিনের মধ্যে ট্রাক সহ চোরদের গাজীপুর থেকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।