বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন’র দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন’র দাফন সম্পন্ন - ajkerparibartan.com
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন’র দাফন সম্পন্ন

3:31 pm , December 23, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরীর ৮ নং ওয়ার্ডের দপ্তর খানা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা একেএম গিয়াস উদ্দীন (৭৩) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল জোহর বাদ নগরের বাজার রোডস্থ খাজা মাঈন উদ্দিন মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্বে তাকে বরিশাল জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মারজানুর রহমান গার্ড অব অর্নার প্রদান করেন। জানাজা শেষে মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, কাউনিয়া থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান,  মোর্শেদ তালুকদার, আমির আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (নান্নু) এবং বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর তত্ত্বাবধায়ক মো: ফয়সাল আহমেদসহ মুসল্লিরা। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, গত রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ ইন্তেকাল করেন গিয়াস উদ্দীন।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT