4:21 pm , December 22, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন আপীল, রীট, রিভিশন ও মোকদ্দমা পরিচালনা এবং আইনগত মতামতের প্রদানের জন্য প্যানেল আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। প্যানেল-১৮ আইনজীবীর মধ্যে রয়েছেন বরিশাল জজকোর্টের অতিরিক্ত স্পেশাল পিপি এসএম সরোয়ার হোসেন। আইনজীবী সরোয়ার ২০০২ সাল থেকে বরিশাল জজকোর্টে প্র্যাকটিস করছেন। এ সময় তিনি জজকোর্টের বিজ্ঞ আইনজীবীদের সাথে মোকদ্দমা পরিচালনা করে দক্ষতা অর্জন করেন। গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মামুন অর রশিদ স্বাক্ষরিতপত্রে এ দায়িত্ব অর্পন করা হয়। প্যানেজ আইনজীবী নিয়োগ দেয়ায় অতিরিক্ত স্পেশাল পিপি এসএম সরোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।