সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে নগরীতে ইসলামি তৌহিদী জনতার বিক্ষোভ সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে নগরীতে ইসলামি তৌহিদী জনতার বিক্ষোভ - ajkerparibartan.com
সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে নগরীতে ইসলামি তৌহিদী জনতার বিক্ষোভ

4:18 pm , December 22, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ টঙ্গী ইজতেমা ময়দানে ৪ জন নিহতের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশালের ওলামায়ে কেরাম এবং তৌহিদী জনতা । রোববার বেলা ১১টায় বরিশাল নগরীর টাউনহল চত্ত্বরে বরিশাল জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম ওবাইদুর রহমান মাহবুব এর সভাপতিত্বে  সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে সমাবেশ শেষে খুনীদের চিহ্নিত করে গ্রেফতার, বিচারের আওতায় আনা, মসজিদসমূহে সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ও বরিশাল নগরীর চৌমাথা মারকাজ মসজিদ থেকে সাদ পন্থীদের দখলমুক্ত করাসহ মোট ৪ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসক  বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষুব্ধ ওলামায়ে কেরাম ও সাধারণ জনতা । এসময় উপস্থিত ছিলেন কাশিপুর বহুমুখী মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুল্লাহ, হেফাজতে ইসলাম বরিশাল মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান, বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, হোসাইনিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা রফিকুল ইসলাম, চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মির্জা নুরুর রহমান বেগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT