4:08 pm , December 21, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ চেক জালিয়াতি মামলায় সবুর উদ্দীন সোহেল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গত শুক্রবার রাতে তাকে নগরীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর এলাকার নেজাম জমাদ্দারের ছেলে। মামলার বাদী ফারুকুল ইসলাম পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাদী মামলায় উল্লেখ করেন-২০২২ সালের ১৫ অক্টোবর পাতারহাট বন্দর এলাকায় জমি কেনার জন্য বায়না চুক্তি হিসেবে আসামীকে এককালীন ১৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু পরবর্তী সময়ে দাম বেশি পাওয়ায় অন্য আরেকজনের কাছে উক্ত জমি বিক্রি করেন সবুর জোমাদ্দার। পরবর্তীতে টাকা ফেরৎ চাইলে বাদীকে ১৫ লাখ ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। বাদী উক্ত চেক জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় ‘ওই একাউন্টে পর্যাপ্ত পরিমানে টাকা নেই’। এরপর চলতি বছরের ২৩ মার্চ ফারুকুল ইসলাম বাদী হয়ে বরিশাল আদালতে চেক ডিজঅনার মামলা করেন। খোঁজ নিয়ে জানাগেছে, এভাবে শুধু ফারুকুল ইসলামই নয় অনেকেই সোহেলের প্রতারণার শিকার হয়েছেন। বিভিন্নজনের কাছ থেকে এ পর্যন্ত ১ কোটি ৩৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতা সবুর উদ্দীন সোহেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, চেক প্রতারণা মামলায় সবুর উদ্দীন নামে একজনকে বরিশাল নগরীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।