4:06 pm , December 21, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি শুক্রবার রাতে নি¤œচাপে পরিনত হয়েছে। এর ফলে বরিশালসহ দক্ষিণাঞ্চলে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিনভর থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। নি¤œচাপের প্রভাবে বরিশালের স্থানীয় নদীবন্দর ও সমুদ্র বন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে দক্ষিনাঞ্চলে গত ২দিন ধরে কিছুটা কম শীত অনুভূত হয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাজহারুল ইসলাম বলেন, রোববার বরিশালে মেঘলা ও রৌদ্রজ¦ল আবহাওয়া বিরাজ করবে। যে কারণে রোববার থেকে বরিশালে শীত কিছুটা বেশী অনুভূত হতে পারে। শনিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২২ দশমিক ৫ ডিগ্রী এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ১৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নি¤œচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৩.৮ উত্তর অক্ষাংশ এবং ৮৪.১ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি রোবার ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। নি¤œচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নি¤œচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। নি¤œচাপটি গভীর নি¤œচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই। এর প্রভাবে সংকেত তিন নম্বর পর্যন্ত বেড়ে যেতে পারে।