চরবাড়িয়ায় ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত চরবাড়িয়ায় ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত - ajkerparibartan.com
চরবাড়িয়ায় ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

4:04 pm , December 21, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে ইউনিয়নের কাগাশুরা বাজারে অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান।
চরবাড়িয়া ইউনিয়নের সভাপতি রিয়াজুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর মাওলানা সফিউল্লাহ তালুকদার, কাউনিয়া থানার আমীর মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন নেছারী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT