4:03 pm , December 21, 2024
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে স্যালো ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় মো. শাওন (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হানিফ ভূঁইয়ার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। শাওন লক্ষ্মীপুর গ্রামের বেল্লাল হোসেন চৌকিদারের একমাত্র ছেলে। সে স্থানীয় নোমরহাট বাজারে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতো।
নিহতের চাচা ইব্রাহীম চৌকিদার জানান, শনিবার বেলা ১১টার দিকে শাওন বাজার থেকে বাড়ি ফিরছিলো। হানিফ ভূঁইয়া বাড়ির সামনে পৌঁছলে সোনামদ্দিন বন্দর থেকে আসা গাছভর্তি একটি দ্রুত গতির টমটম তাকে ধাক্কা দেয়। এতে শাওন ছিটকে রাস্তায় পড়ে গেলে টমটমটি তার ওপর দিয়ে চালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, শিশুটিকে হাসপাতলে মৃত অবস্থায় আনা হয়েছিলো।