4:02 pm , December 21, 2024
ভোলা প্রতিবেদক ॥ গুড়ি গুড়ি বৃষ্টি আর কনকনে শীতের রাতে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলার জেলা প্রশাসক মো: আজাদ জাহান। মেঘনা নদীর ভাসমান জেলে ও বেড়িবাঁধের ঢালে বসবাসরত মানুষের মাঝে তিনি স্ব-শরীরে হাজির হয়ে এসব বিতরণ করেন।
গত শুক্রবার রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে ভোলার খাল নামক স্থানে ছুটে যান জেলা প্রশাসক। এসময় প্রায় ২শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
একই সময় বন্যা নিয়ন্ত্রন বাঁধের ঢালে বসবাসকারী মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন, আমি আরামে থাকবো আর আমার জেলার মানুষ ঘরের পাশেই তারা শীতে কষ্ট পাবে তা কি করে হয়। জেলা প্রশাসক হিসেবে এটা আমার জন্য একটা বেদনার। তাই রাতে ঘরে ঘরে গিয়ে অসহায় এবং ভাসমান জেলে পরিবারগুলোর সদস্যদের হাতে কম্বল তুলে দিয়েছি। যাতে তারা শীতে কষ্ট না পায়।