নলছিটি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে রোগীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ নলছিটি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে রোগীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ - ajkerparibartan.com
নলছিটি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে রোগীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

3:41 pm , December 20, 2024

নলছিটি প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জিত মন্ডলের বিরুদ্ধে রোগির কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার উপজেলার কাঠিপাড়া গ্রামের খান বাড়ির মো. আনোয়ার হোসেন খান নামে এক ব্যক্তি তার ৫ বছরের ছেলেকে নিয়ে মুসলমানি করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন। তখন জরুরী বিভাগে দায়িত্বরত সঞ্জিত মন্ডল (স্যাকমো) এর সাথে আলোচনা করলে তিনি ২০০০ টাকা দাবি করেন। আনোয়ার হোসেন গরিব মানুষ। আগে একটি মুদি দোকান চালাতে। সংসার চালাতে গিয়ে দোকানের পুঁজি শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি বেকার।  পরবর্তীতে চিকিৎসকের সাথে ১২শ টাকায় রফা হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভিনের মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT