বিভাগ প্রতিষ্ঠার ৩১ বছর পর স্মরণকালের র‌্যালির নেতৃত্ব দেবেন সরোয়ার বিভাগ প্রতিষ্ঠার ৩১ বছর পর স্মরণকালের র‌্যালির নেতৃত্ব দেবেন সরোয়ার - ajkerparibartan.com
বিভাগ প্রতিষ্ঠার ৩১ বছর পর স্মরণকালের র‌্যালির নেতৃত্ব দেবেন সরোয়ার

3:39 pm , December 20, 2024

জসিম জিয়া ॥ ১৯৯৩ সালের পহেলা জানুয়ারী ছিলো দক্ষিণাঞ্চলবাসীর জন্য সবচেয়ে আনন্দের একটি দিন। এইদিনে প্রতিষ্ঠিত হয়েছিলো বরিশাল বিভাগ। প্রতিষ্ঠার ৩১ বছর পর দিনটিকে স্মরণ করার উদ্যোগ নিয়েছেন বরিশাল সদর আসনের চারবারের সাবেক এমপি ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার। আর এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন বিএনপির প্রভাবশালী এ নেতা। আয়োজন সফল করতে ইতিমধ্যে দফায় দফায় দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। দিনটি পালনে কি ধরণের কর্মসূচি হাতে নিলে ভাল হবে সে বিষয়ে তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথেও আলোচনা করেছেন। গত ১৯শে ডিসেম্বর রাতে কাউনিয়া এলাকার সরোয়ারের নিজ বাসায় বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভাগ প্রতিষ্ঠার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালনের সুপারিশ উঠে আসে। পাশাপাশি বিভাগের সকল জেলার লোকজনকে কিভাবে এতে সম্পৃক্ত করা যায় সে ব্যাপারেও বিস্তর আলোচনা হয় ওই সভায়। প্রস্তুতিমূলক এ সভায় সভাপতিত্ব করেন মজিবর রহমান সরোয়ার। সভায় উপস্থিত অধিকাংশরাই স্মরণকালের সবচেয়ে বড় র‌্যালি করার পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি বিভাগীয় শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপননহ আরো অনেক প্রস্তাব উঠে আসে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বরিশালসহ সব জেলার লোকজনের সাথে মতবিনিময় সভা করার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার।
কোন প্রেক্ষাপটে ঘোষণা হয়েছিল বরিশাল বিভাগ : ১৯৯১ সালে বরিশাল সদর আসনে প্রথমবারের মত এমপি পদে দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন এ্যাড. মজিবর রহমান সরোয়ার। ওই বছর তার নির্বাচনী প্রচারণা উপলক্ষে বেলর্সপার্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হয়ে এসেছিলেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই সমাবেশে মূলত বরিশালকে বিভাগ করার বিষয়টি উঠে আসে। সমাবেশের মধ্যমনি বেগম খালেদা জিয়া তার বক্তব্যে বলেন ‘যদি আপনারা সরোয়ারকে ভোট দিয়ে বিজয়ী করেন আর বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বরিশালকে বিভাগ ঘোষণা করা হবে। ওই নির্বাচনে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন মজিবর রহমান সরোয়ার। তৎকালীন সময় সরকারও গঠন করে বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচিত হন বরিশালের সন্তান প্রয়াত আব্দুর রহমান বিশ্বাস। সরকার গঠনের ২ বছরের মাথায় ১৯৯৩ সালের পহেলা জানুয়ারী বরিশালকে বিভাগ ঘোষণা করা হয়।
এ ব্যাপারে মজিবর রহমান সরোয়ার বলেন, মূলত তার বিজয়ী হওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওই সময় চেয়ারপার্সন বরিশালকে বিভাগ করার ঘোষণা দেওয়ায় এখানকার মানুষ সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন। যার প্রমানও তারা দিয়েছিলেন ব্যালটের মাধ্যমে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT