নামাজের কক্ষ ও পাঠ কক্ষের আধুনিকায়ন সম্পন্ন নামাজের কক্ষ ও পাঠ কক্ষের আধুনিকায়ন সম্পন্ন - ajkerparibartan.com
নামাজের কক্ষ ও পাঠ কক্ষের আধুনিকায়ন সম্পন্ন

3:04 pm , December 20, 2024

ববির ছাত্রী হল

অনামিকা আক্তার ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলে নামাজ ও রিডিংরুমের আধুনিকায়ন সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ববির উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন এর নির্দেশনায় কাজটি সম্পন্ন হয়।
ববির শেখ হাসিনা হলে নামাজ ও রিডিং রুমে আধুনিকায়ন করার ক্ষেত্রে ক্যাম্পাসের প্রশাসনিক সূত্র জানায়, ২ কক্ষে আধুনিকায়ন অংশ হিসেবে সম্পূর্ন রুম রং, জানালা মেরামত, পর্দা-স্টান্ড স্থাপন করা হয়। পাশাপাশি বক্স করে পানির পাইপ লাইনে পার্টিশন, নতুন করে দেয়ালে পর্দা সহ ফ্যান স্থাপন করা হয়।
নামাজ রুমের জন্য কোরআন শরীফ, তসবি, হাদিস, নামাজ শিক্ষা বই ও স্টান্ড, জায়নামাজ দেওয়া হয়। পাশাপাশি রিডিং রুমে শীতকালে যাতে রুমে ঠান্ডা না আসতে পারে তার জন্য থাইগ্লাস স্থাপন করা হয়।শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রশাসন এই উদ্যোগ নেয়।
হলের ২ কক্ষের কাজের প্রেক্ষিতে শেখ হাসিনা হলের প্রভোস্ট জানান, শিক্ষার্থীদের বাইশটা দাবির মধ্যে নামাজ ও হলের রিডিং রুমে আধুনিকায়ন করা ছিলো একটা।
তিনি আরও বলেন, ববির উপাচার্যের নির্দেশে এই কাজটি সম্পন্ন হয়। হলের এই মনোরম পরিবেশ করা শিক্ষার্থীরা যেনো পড়াশোনায় সুন্দর মননিবেশ করতে পারে।
বরিশাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা হলের শিক্ষার্থী ফৌজিয়া স্বর্না বলেন, আমাদের হলের নামাজ ও রিডিং রুমকে আধুনিকায়ন করা হয় যা আমাদের জন্য মনোরম পরিবেশ তৈরি করেছে। যেহেতু নামাজ ও রিডিং রুম পাশাপাশি এবং বিশেষ করে আগে শীতকালে ঠান্ডার জন্য পড়া যেতো না এখন থাইগ্লাস লাগানো ফলে ঠান্ডা সমস্যা পড়তে হবে না আর।
শেখ হাসিনা হলে শিক্ষার্থীরা যেসব দাবি করা হয়েছে তারমধ্য এটি সম্পন্ন করা হয়।এই সম্পর্কে সন্তুষ্ট প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, (নাম প্রকাশের অনিচ্ছুক) নামাজ ও রিডিং কক্ষে পরিবেশ আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিলো।এরকম করে আমাদের ২১ টি দাবি পূরণ হোক এই প্রত্যাশা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT