ভোলায় অনুষ্ঠিত হলো শিক্ষা সহভাগিতা সভা ভোলায় অনুষ্ঠিত হলো শিক্ষা সহভাগিতা সভা - ajkerparibartan.com
ভোলায় অনুষ্ঠিত হলো শিক্ষা সহভাগিতা সভা

3:02 pm , December 20, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় বার্ষিক শিক্ষা সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। সিআরএসএস-কেএনএইচ প্রচেষ্টা প্রজেক্ট এর উদ্যোগে ভোলা সদর অফিস আয়োজিত অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন সিআরএসএস’র নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ। প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফারুক হোসেন, সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ও জেজিইউস এর উপপরিচালক গোপাল শীল। সভার শুরুতেই প্রজেক্ট ম্যানেজার নোয়েল রানা সাহা পাওয়ার পয়েন্ট পরিদর্শনের মাধ্যমে চলমান বছরের সকল ধরনের কার্যক্রম, সকল অর্জন সবিস্তারে ব্যাখ্যা প্রদান করেন। এরপর চলতি বছরের সিএল এর অর্জন প্রতিবেদন পাঠ করেন তাসনুর বেগম। কিশোরীদের পক্ষে পাঠ করেন হালিমা খাতুন। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে প্রজেক্টের  চলমান কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সপ্রতিভ উপস্থিতি ও সাবলীল উপস্থাপনায় বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, নারীদের স্বাবলম্বিতা, আত্মবিশ্বাস ও আত্মসচেতনতা বৃদ্ধির কারণেই বর্তমান অবস্থায় আসতে পেরেছে। এই প্রজেক্টের সকল কর্মসূচির উচ্ছ্বসিত প্রশংসা প্রদানসহ সকলকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সি আর এসএস নির্বাহী পরিচালককে ভোলার সকল ইউনিয়নকে এই প্রজেক্ট এর আওতায় আানতে পরামর্শ প্রদান করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, চলতি বছরের কার্যক্রম এর যে অর্জন তা সবই আপনাদের কাজের  স্বীকৃতি। তবে আত্মতুষ্টিতে না ভুগে পরবর্তী ধাপ ফেডারেশন গঠনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সিএল এর সার্বিক অবকাঠামোকে শক্তিশালী করার পরামর্শ প্রদান করেন। অন্ষ্ঠুানটি সঞ্চালনা করেন নওমী বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন সুশান্ত হাওলাদার ও শিশির বৈরাগী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT