ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় - ajkerparibartan.com
ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময়

3:00 pm , December 20, 2024

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে টিআইবি’র স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝালকাঠির সনাক, ইয়েস ও এসিজির শতাধিক স্বেচ্ছাসেবক দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেণ।
টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) সদস্যদের সকাল ১০টা থেকে শুরু হওয়া সভায় সনাক সভাপতি সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য (প্রাক্তন সনাক সভাপতি) প্রফেসর (অবঃ) মোঃ লাল মিয়া। সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন বেগবান করার বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দীন।
সভায় সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা দুর্নীতিবিরোধী আন্দোলন বেগবান করার কৌশল ও দক্ষতা অর্জন করেন। সনাক পর্যায়ের পরিকল্পনা ও অর্জন বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিআইবি ঝালকাঠির এরিয়া কোঅর্ডিনেটর-সিই মিজানুর রহমান। দুর্নীতিবিরোধী আন্দোলনে স্থানীয় পর্যায়ে চ্যালেঞ্জ/বাঁধা এবং চ্যালেঞ্জ/বাঁধা উত্তরণের উপায় সর্ম্পকিত সুপারিশ দলভিত্তিক কাজের মাধ্যমে তুলে ধরা হয়। সনাক, ইয়েস ও এসিজি সদস্যদেরকে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ভিত্তিক গ্রুপ গঠন, পোস্টার পেপারে দলীয় কাজ এবং দলীয় উপস্থাপণার মাধ্যমে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন সদস্যরা।
উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ উত্তরণের উপায় নিয়েও তাদের মূল্যবান মতামত প্রদান করেন। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার, সহসভাপতি রাবেয়া কবীর, ইয়েস দলনেতা রিমন মাহমুদ, সহদলনেতা তামান্না ইসলাম, মো. শাহারিয়া পাপন, সদর উপজেলা ভূমি অফিস কেন্দ্রিক এসিজি সমন্বয়ক মো. আতিকুর রহমান, সদস্য মশিউর রহমান খোকন, মো. সাব্বির হোসেন রানা, শাহনাজ মুন, সদর হাসপাতাল কেন্দ্রিক এসিজি সমন্বয়ক আরিফুর রহমান রায়হান, মো. আরিফুর রহমান, বিনয়কাঠি ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্রিক এসিজি সদস্য আবুল কালাম আজাদ, আগলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সমন্বয়ক হানিফ তালুকদার, পাপড়ি ভট্টাচার্য, বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সহ সমন্বয়ক মওদুদ আহমেদ, চারুখান দশগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজি সমন্বয়ক শাহনাজ খানম, সদস্য মো. নজরুল ইসলাম সিকদার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT