নলছিটির সাবেক পিআইওকে আদালতে হাজিরের নির্দেশ নলছিটির সাবেক পিআইওকে আদালতে হাজিরের নির্দেশ - ajkerparibartan.com
নলছিটির সাবেক পিআইওকে আদালতে হাজিরের নির্দেশ

2:59 pm , December 20, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে (৪০) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. রুবেল শেখ এই নির্দেশ দেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন জনান, বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদি হয়ে বিজন কৃষ্ণ খরাতীকে আসামি করে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে বিজন কৃষ্ণ খরাতীকে আদালতে হাজির হতে সমন দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ঠিকাদারি কাজের সূত্র ধরে বাদির বড় ছেলে মো. অনিকের সঙ্গে নলছিটির পিআইও বিজন কৃষ্ণ খরাতীর (মামলার আসামি) সু-সম্পর্ক গড়ে ওঠে। তিনমাসের মধ্য পরিশোধের শর্তে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর আসামির ব্যক্তিগত প্রয়োজনে বাদির ওই ছেলের কাছ থেকে ১২ লাখ নগদ টাকা ধার নেন বিজন কৃষ্ণ খরাতী। পরর্বতীতে তিনমাসের মধ্যে টাকা পরিশোধ না করতে পারায় পাওনাদারকে স্ব-হস্তে লিখে মোট ১২ লাখ টাকার তিনটি চেক প্রদান করেন তিনি। এরপর চেক তিনটি পূবালি ব্যাংকের নলছিটি শাখায় জমা দিয়ে  টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। চেক ডিজঅনার হওয়ার পর বিজন কৃষ্ণ খরাতীকে পাওনা টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি টাকা পরিশোধ করেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT