মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ে অনুষ্ঠিত মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ে অনুষ্ঠিত - ajkerparibartan.com
মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ে অনুষ্ঠিত

2:58 pm , December 20, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এ বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন মসজিদের খতিব মাওলানা মো. নুরুল্লাহ। হাতেম আলী কলেজে কর্মরত মো. মনির হোসেনের ছেলে মো. হাসিবুল হাসান লিখনের বিয়ে অনুষ্ঠিত হয়। কণে হচ্ছেন নগরীর আলেকান্দার বাসিন্দা আশরাফ আলীর মেয়ে। গতকাল আছর বাদ হাতেম আলী কলেজের মসজিদের দোতলায় উভয় পরিবার এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে আশরাফ আলী ছেলে লিখনের হাতে মেয়েকে তুলে দেন। যদিও সেখানে কনে উপস্থিত ছিলেন না। লিখনের কবুলের মধ্য দিয়ে দুটি পরিবার আত্মীয়ের বন্ধনে আবদ্ধ হন। এ সময় মসজিদে আলহামদুল্লাহ আলহামদুল্লাহ ধ্বনি উচ্চারিত হয়। সাথে সাথে বৃষ্টির মত খেজুর ছিটিয়ে দেয়া হয়। সকলেই সেই খেজুর মুখে তুলে নবদম্পতিকে দোয়া করেন। উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক আজমল হোসেন, প্রধান অফিস সহকারি অহিদুজ্জামান সুমনসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT