3:05 pm , December 19, 2024
![](https://ajkerparibartan.com/wp-content/uploads/2022/11/map.jpg)
নিজস্ব প্রতিবেদক ॥ ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। বাংলাদেশ সরকার,ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এর কারিগরী ও আর্থিক সহযোগীতায়, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগীতায় এ সমন্বয় সভা আয়োজন করা হয়। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার লুৎফর রহমান। জেলার অগ্রগতি উপস্থাপন করেন বরিশাল জেলার ব্যবস্থাপক কমল ব্যনার্জী। অগ্রগতি হিসাবে দেখা যায় ২০২৪ সালের নভেম্বর পযর্šÍ মোট ১৩২০ টি মামলা গ্রাম আদালতে দায়ের হয়েছে। নারী সংশ্লিষ্ট মামলার হার ২২%। মোট মামলার নিস্পত্তির হার ৯২%। ক্ষতিপূরন আদায়ের পরিমান ১ কোটি ৯৫ লাখ ২৩ হাজার টাকা । প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রাম আদালত হলো একটি সরকারী সেবা। আইন অনুযায়ী আমরা সকলেই গ্রাম আদালত থেকে উপকার পেতে পারি। গ্রামের মানুষ ছোটখাটো বিরোধ নিস্পত্তি করতে শহরে এসে অনেক হয়রানী হয়। এসকল সেবা গ্রহণকারী যদি ইউনিয়ন পরিষদ এর গ্রাম আদালতে এসে সুবিধা নিতে পারে তাহলে তাদের আর কষ্ট করে শহরে এসে উচ্চ আদালতে মামলা করতে হবেনা । এজন্য গ্রামের সকল মানুষের গ্রাম আদালত সর্ম্পকে জানা উচিত। গ্রাম আদালতে ন্যায্য বিচার পাওয়া তাদের অধিকার। তাই আমাদের সকলের উচিৎ গ্রাম আদালতের ধারনা সবার মাঝে পৌঁছে দেয়া।