3:01 pm , December 19, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার বলেছেন, শেখ হাসিনা মিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার লুটপাট করেছে। দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। জনগণের ভোটের অধিকার হরণ করেছে। আয়নাঘর, গুম-খুন করে বিরোধী মতকে দমন করেছে। উন্নয়নের বুলি দিয়ে নিজের পরিবারের পকেট ভারি করেছে। অবশেষে পাপের বোঝা ভারী করে দেশ থেকে পালিয়েছে।
বরিশাল সদর উপজেলাধীন চরকাউয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এর আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ আমরা স্বাধীন এবং মুক্ত। দেশের জনগণ শান্তিতে খেলাধুল করতে পারবে , রাজনীতি করতে পারবে।
বিকেল ৪টায় অনুষ্ঠিত এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকাউয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন মানিক মেম্বার। বক্তব্য রাখেন চরকাউয়া ইউনিয়ন মহিলা দলের সভা নেত্রী নাজমা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আবু, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বি শামীম, স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সাব্বির স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা কমিটির সদস্য মাহমুদ হোসেন আশরাফ, জেলা কমিটির সদস্য নাসির গাজী, মুক্তিযুদ্ধ প্রজন্ম বরিশাল জেলা কমিটির আহ্বায়ক আবুল খায়ের জলিল, সদস্য সচিব মনিরুল ইসলাম মাসুম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরিশাল সদর উপজেলা কমিটির আহবায়ক মোহাম্মদ কবির সিকদার, কৃষক দল বরিশাল সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদ নান্না, জাতীয়তাবাদী বাস্তহারা দল বরিশাল সদর উপজেলা কমিটির সভাপতি শাহ আলম হাওলাদার, যুবদল বরিশাল সদর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কামাল খন্দকার, মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল সদর উপজেলা কমিটির আহবায়ক মুহাম্মদ শাহজালাল হাওলাদার সদস্য সচিব মোহাম্মদ রিপন হাওলাদার ।