3:00 pm , December 19, 2024
বিশেষ প্রতিবেদক ॥ সড়কে খানাখন্দ আর ভোগান্তি, সাগরদি থেকে রূপাতলী এবং নতুন বাজার থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় প্রায়শই অসহনীয় যানজটে আটকে থাকা জনজীবনের গল্প। সড়কে ঝরছে প্রাণ। সরকারি দুটি হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী সংকটে বেহাল পরিস্থিতি ড্রেন ও টয়লেট ব্যবস্থার। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ফটক আজো বন্ধ। রোগী ও স্বজনদের চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। এদিকে সদর হাসপাতালের টয়লেটগুলো ব্যবহার অনুপযোগী। নেই কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা। সেখানে যখন তখন দোতালায় ঘুরে বেড়ায় কুকুর বেড়ালসহ বহিরাগত বখাটেরা। আবার নগরীর ভিতরের ১৩টি বাজারে এখন আর বিক্রির তালিকা খুঁজে পাওয়া যায়না। যে যেমন খুশি দামে বিক্রি করছে পণ্য। বাজার সিন্ডিকেট এখনো প্রতিযোগিতা করছে প্রতিদিন। অনেকটাই ভোক্তা অধিকারের সাথে সাপ-লুডু খেলছে ব্যবসায়ীরা। পাইকারি বাজার রশিদ দেয়না অভিযোগ খুচরা বিক্রেতাদের, আর পাইকাররা বলছে ‘রশিদ ছাড়া পণ্য বিক্রি করে না তারা কেউ। এদিকে বরিশাল নৌ-বন্দর কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় অবৈধ স্পিডবোট ব্যবসায়ীরা ফুলে ফেঁপে কলাগাছ হয়ে উঠছে। মাঝখানে স্পিডবোট দুর্ঘটনায় মারা গেছে ৪জন। এতোসব কিছুর মধ্যে স্বস্তি শুধু এটুকুই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে নতুন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এর যোগদানের পর থেকে।
গত ৪ নভেম্বর বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রায়হান কাওছার। একই সাথে তিনি সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। প্রায় দেড়মাস অতিবাহিত হলেও তার কাছ থেকে বরিশালের উন্নয়নে তেমন উল্লেখযোগ্য কোনো সাড়া পাওয়া যায়নি। বেশ কয়েকটি সড়কের বেহাল দশা, বিশেষ করে আমতলা মোড় থেকে বাংলা বাজার সড়কের ঝুকিপূর্ণ চলাচল ও নগরীর ২৩ নং ওয়ার্ডের অসমাপ্ত কাজের ছবিসহ তাকে দেখানোর পরও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এ বিষয়ে তিনি বলেন, একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। সড়কের উন্নয়ন চলমান রয়েছে।