2:57 pm , December 19, 2024
সভাপতি বিনয় ভুষণ ॥ সম্পাদক সাইফুল ইসলাম
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় সুশাসনের জন্য নাগরিক(সুজন)এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ড.বিনয় ভুষণ রায়কে সভাপতি ও মো.সাইফুল ইসলাম লিটনকে সাধারন সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে বিএইচপি একাডেমীর হলরুমে বিনয় ভুষণ রায়ের সভাপতিত্বে কমিটি গঠনপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক আবুল কালাম আজাদ, অরুন কুমার রায়, পরিমল চন্দ্র রায়, দেব দুলাল বাড়ৈ, মোস্তাফিজুর রহমান, এনজিও কর্মকর্তা গৌতম চন্দ্র সরকার ও নারী নেত্রী সুমা কর প্রমুখ।