2:56 pm , December 19, 2024
কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়া বাসস্ট্যান্ডে তাসলিমা বেগম তাজু (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।
গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কাঠালিয়া বাসস্ট্যান্ডের ভাড়াটিয়া বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে। তাসলিমা কোঠালিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নদী ও খাল-বিলের বিভিন্ন প্রজাতির তাজা মাছ বিক্রি করতেন এবং একই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার দিন তাসলিমা বেগম বাসায় একা ছিলেন। পুলিশ ও প্রতিবেশীদের ধারনা দুর্বৃত্তরা বাসায় টাকা ও স্বার্ণালংকার লুট করার পর শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়। ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মংচেন লা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।