ইতালি নেওয়ার প্রলোভনে ৩০ লাখ টাকা আত্মসাৎ ! ইতালি নেওয়ার প্রলোভনে ৩০ লাখ টাকা আত্মসাৎ ! - ajkerparibartan.com
ইতালি নেওয়ার প্রলোভনে ৩০ লাখ টাকা আত্মসাৎ !

2:56 pm , December 19, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে বিদেশ নেওয়ার প্রলোভনে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। উপজেলার কাজিরচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মৃত হানিফ পাটোয়ারীর ছেলে ইতালি প্রবাসী মহসিন পাটোয়ারীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। মহসিন পাটোয়ারী স্থানীয় তিন যুবককে ইতালি নেওয়ার কথা বলে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে জানান তারা। ওই টাকা ফেরৎ না দিয়ে উল্টো তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় গতকাল বৃহস্পতিবার মুলাদী থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তারা জানান, মহসিন পাটোয়ারী প্রায় ১৪ বছর ধরে ইতালি থাকেন। আড়াই বছর আগে মহসিন বাংলাদেশে ফিরে এলাকার যুবকদের ইতালিতে কাজ দেওয়ার আশ্বাস দেন। ওই সময় কাজিরচর গ্রামের মান্নান পাটোয়ারীর ছেলে দেলোয়ার পাটোয়ারী তাকে ১২ লাখ টাকা দেন। একই সময়ে ওই গ্রামের বাবুল পেশকারের ছেলে বাকি উল্লাহ প্রবাসে যাওয়ার জন্য মহসিনকে ১০ লাখ টাকা দেন। এছাড়া নান্নু মোল্লার ছেলে সালাউদ্দীন মোল্লা দেন ৮ লাখ টাকা। টাকা নেওয়ার এক বছরের মধ্যে ওই তিন যুবককে ইতালি নেওয়ার আশ্বাস দিয়ে মহসিন দেশ ছেড়ে যান। কিন্তু তিনি দীর্ঘ আড়াই বছরে তাদের একজনকেও ইতালি নিতে পারেননি।
ভুক্তভোগী বাকি উল্লাহ বলেন, তিনজনের কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়ে মহসিন পাটোয়ারী বিদেশ চলে গিয়েছিলেন। পরে মোবাইল ফোন ও তার স্বজনদের মাধ্যমে প্রবাসে নেওয়ার কথা বললেও মহসিন আজ-কাল করে সময়ক্ষেপন করতে থাকেন। ৮-১০দিন আগে মহসিন ইতালি থেকে গ্রামের বাড়িতে আসেন। গত ১৫ ডিসেম্বর তার কাছে টাকা ফেরৎ চাইলে তিনি ও তার লোকজন গালিগালাজ করেন এবং তিনজনকে প্রাণনাশের হুমকি দেন। টাকা ফেরৎ পেতে এবং প্রাণ বাঁচাতে বৃহস্পতিবার মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে।
সালাউদ্দীন বলেন, ইতালি গিয়ে কাজ করার আশায় জমি বিক্রি ও ধারদেনা করে প্রবাসী মহসিন পাটোয়ারীকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু তিনি বিদেশ নেননি এবং টাকাও ফেরৎ দেননি। গত ১৫ ডিসেম্বর টাকা ফেরৎ চাওয়ায় তিনি টাকা না দিয়ে উল্টো হুমকি দিচ্ছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, টাকা লেনদেন ও হুমকির ঘটনায় একটি অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT