৮দিন বন্ধ থাকার পর শেবাচিমের তিনটি ক্লাবের কার্যক্রম শুরু ৮দিন বন্ধ থাকার পর শেবাচিমের তিনটি ক্লাবের কার্যক্রম শুরু - ajkerparibartan.com
৮দিন বন্ধ থাকার পর শেবাচিমের তিনটি ক্লাবের কার্যক্রম শুরু

4:03 pm , December 18, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ টানা ৮দিন পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেড ক্রিসেন্ট ক্লাব এর কার্যক্রম শুরু করা হয়েছে।
গতকাল বুধবার  হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সংগঠনগুলোর তালা খুলে দেন।
এসময় তিনি রোগীদের জন্য অনুষ্ঠানিকভাবে রক্তের ব্যাগও বিতরণ করেন। উপস্থিত ছিলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. রেজওয়ান রেজা, মিড লেভেল ডক্টরস এসোসিয়েশন এর সভাপতি ডা. বদরুদ্দোজ,া মোঃ জোবায়েদ সৈকত, ডা. মোঃ ফয়সাল আহমেদ, ডা. ইশতিয়াক আজমেদ রিফাত।
উল্লেখ্য ক্লাবের পরিচালনা নিয়ে গত ৮ দিন পূর্বে দুই গ্রুপের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে হাসপাতাল পরিচালক সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট’র করিডোরের দুটি গেট বন্ধ করে দেন। গত কয়েক দিনে পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষের সম্মতিতে বুধবার ক্লাবগুলো খুলে দেওয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT