জাহিদ ফারুক শামিম ও মঈন আব্দুল্লাহ কে ফের আদালতে হাজির   জাহিদ ফারুক শামিম ও মঈন আব্দুল্লাহ কে ফের আদালতে হাজির   - ajkerparibartan.com
জাহিদ ফারুক শামিম ও মঈন আব্দুল্লাহ কে ফের আদালতে হাজির  

4:03 pm , December 18, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীমকে গতকাল বুধবার দুপুরে বরিশাল আদালতে নিয়মিত মামলায় হাজির করা হয়। একই সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহকে আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারক মোহাম্মদ আল ফয়সাল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতয়ালী মডেল থানার জিআরও এসআই এনামুল হক বলেন, বিএনপির শোক র‌্যালিতে হামলার মামলায়   বুধবার দুপুরে তাদের দুজনকে  আদালতে হাজির করা হয়। পরে তাদের করাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের করা পৃথক দুই মামলার আসামী জাহিদ ফারুক শামীম ও মঈন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT