স্বামী ও দুই সন্তানের সামনে মায়ের মৃত্যু স্বামী ও দুই সন্তানের সামনে মায়ের মৃত্যু - ajkerparibartan.com
স্বামী ও দুই সন্তানের সামনে মায়ের মৃত্যু

4:02 pm , December 18, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। সে নগরীর সীমান্তবর্তী এলাকা গড়িয়ার পাড়ের বাসিন্দা ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী মাসুমা খাতুন। এ সময় তাদের সাথে দুই শিশু সন্তান ছিল। নিহতের স্বামী মিজান বলেন, গতকাল দুপুরে দুই শিশু সন্তান ও স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে নগরীর দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে পিছন থেকে একটি রিকশা ধাক্কা দেয়। এ সময় তার স্ত্রীর কোলে থাকা শিশুকে ফেলে উল্টে সড়কের উপর পড়ে যায়। এ সময় গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পিছনের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. মামুন বলেন, গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পিছনে ঘটেছে ঘটনাটি। গাড়ীর পিছনে ছিলেন মোটরসাইকেল চালক তার পরিবার। একটি রিকশায় পিছন থেকে ধাক্কা দিলে তার স্ত্রী সড়কে পড়ে যাওয়ার সাথে সাথে ট্রাকটির পিছনের চাকা মাথার উপর উঠলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT