3:29 pm , December 18, 2024
![](https://ajkerparibartan.com/wp-content/uploads/2024/12/Screenshot_5-12.jpg)
অনামিকা আক্তার ॥ বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামে ইতিবাচক পরিবর্তন এসেছে।এখানে নারী শিক্ষার প্রসারের পাশাপাশি দূর হয়েছে কুসংষ্কার, নারী-পুরুষের বৈষম্য। আর এ পরিবর্তনের মূলে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় সহ ৯টি শিক্ষা প্রতিষ্ঠান।
এখানে প্রতিনিয়তই পড়াশুনার প্রতি মেয়েদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। পরিবার থেকেও মেয়েদের পড়াশোনার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। এই গ্রামে মেয়েদের পড়াশোনার আগ্রহ কেমন এবং তাদের কেমন সুযোগ দেওয়া হয় এমন প্রশ্নের জবাবে স্থানীয় একজন বাসীন্দা বলেন, আমাদের গ্রামে প্রত্যেকটি মেয়ে নিজ আগ্রহে শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। শিক্ষার জন্য তাদের প্রতিষ্ঠান থেকে পোশাক,খাবার, খাতা-কলম মাঝেমধ্যে দিয়ে থাকে।
চরকাউয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোসা: শিল্পি বেগম বলেন,এই এলাকায় একটি বিশ্ববিদ্যালয়, ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,১টি মাধ্যমিক বিদ্যালয়,১টি মহাবিদ্যালয় এবং ২টি মাদ্রাসা আছে। আমার এলাকায় নারী শিক্ষার অগ্রগতি অন্য এলাকার তুলনায় ভাল। এই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠনে নারীদের গুরুত্ব দেওয়া হয়। কর্ণকাঠি অগ্রযাত্রা স্কুলের সহকারি শিক্ষক কারিমুন্নেচ্ছা বলেন, ছেলেদের তুলনায় আমাদের স্কুলে মেয়েদের পড়াশোনায় আগ্রহ বেশি। তবে বেশ কিছু সমস্যার কথা জানালেন স্থানীয় একাধিক বাসীন্দা। তারা বলেন, আর্থিক সংকটের কারণে অনেকে পড়াশুনায় আগ্রহ হারিয়ে ফেলছে।