রুপাতলীর পুরুষদের আতংক বিউটি বেগম ॥ অপকর্মের প্রতিবাদ করলেই ঠুকে দেন ধর্ষণ মামলা ! রুপাতলীর পুরুষদের আতংক বিউটি বেগম ॥ অপকর্মের প্রতিবাদ করলেই ঠুকে দেন ধর্ষণ মামলা ! - ajkerparibartan.com
রুপাতলীর পুরুষদের আতংক বিউটি বেগম ॥ অপকর্মের প্রতিবাদ করলেই ঠুকে দেন ধর্ষণ মামলা !

3:26 pm , December 18, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৪ নং ওয়ার্ড গ্যাস্টারবাইন এলাকার এক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে একাধিক ব্যক্তিকে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। বিউটি বেগম নামে ৪৫ বছর বয়সি ওই নারীর এমন কর্মকান্ড থেকে রেহাই পায়নি এলাকার বৃদ্ধ থেকে শুরু করে যুবকরাও। বিউটি বেগম ও তার মাদকাসক্ত ছেলে মেহেদির অপকর্মে বাধা হয়ে দাঁড়ালে তাদের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজীর মত গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। এমনকি আপন চাচার নামে মামলা দিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে বিউটি বেগমের বিরুদ্ধে। মামলা দিয়ে মিমাংসার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার এমন পন্থা চালানো ওই নারী পুরো এলাকায় এখন আতংকে নাম। নারী হওয়ার কারণে দীর্ঘদিন তিনি এমন কাজ করে আসেছেন এবং তার ছেলে এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবন ও বিক্রয় সহ নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এমন কর্মকান্ডে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। কিন্তু তাতে কোন সূফল মেলেনি। সর্বশেষ নিজের ছেলের চুরির অপরাধ ধামাচাপা দিতে সাহায্য না করায় মো. কমর নামের ২৬ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে বিউটি বেগম।
ভুক্তভোগি মো. কমর এর বড় ভাই মো. ইমরান হাওলাদার অভিযোগে করে বলেন, তার ছোট ভাই কমর রুপাতলী গ্যাস্টারবাইন এলাকার একটি ফিশিং প্রজেক্টের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। ১৯ নভেম্বর রাতে প্রজেক্টের মধ্যে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে বিউটি বেগমের ছেলে মেহেদি। পরের দিন চুরির ঘটনা জানাজানি হলে সিসিটিভি ক্যামেরায় মেহেদির চুরির দৃশ্য ধরা পড়ে। বিউটি বেগম ছেলেকে নির্দোষ প্রমান করতে ক্যামেরার ফুটেজ প্রকাশ না করে ডিলিট করে দেয়ার জন্য কমরকে চাপ প্রয়োগ করে। এতে সে রাজি না হয়ে বিষয়টি ফিশিং প্রজেক্টের মালিককে জানানোর কথা বলে। এতে ক্ষিপ্ত হয়ে বিউটি বেগম ২৫ নভেম্বর রাতে অভিযোগকারির ভাই (কমর) তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ তোলে। ২৬ নভেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগ এনে কমরকে উল্টো ফাঁসানোর জন্য থানায় মামলা দায়ের করে। মো. কমর গ্যাস্টারবাইন এলাকার মো. ওমর আলী হাওলাদার এর ছেলে। মিথ্যে অভিযোগের এই মামলায় বর্তমানে কমর কারান্তরীণ রয়েছে।
এলাকার বাসিন্দাদের সাথে আলাপ করে জানাগেছে, বিউটি বেগম এমন কর্মকান্ড আগেও ঘটিয়েছে। তার সাথে কারও কোন বিষয় বনিবনা না হলেই ধর্ষণ এবং চাঁদাবাজির মত গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করে বিউটি। এভাবে সে এলাকার ৪/৫ জনকে ফাঁসিয়েছে। এর আগেও রুপাতলী গ্যাস্টারবাইন এলাকার মো. ফিরোজ, রহিম এবং  টিয়া নামের তিন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দিয়েছিল। পরে সেই মামলা ৩ লাখ টাকা দিয়ে মিটমাট করা হয় বলে জানান ওই মামলার আসামী মো. ফিরোজ সহ অন্যান্যরা। তারা জানায় বিউটি বেগম নিজে এলাকায় নানা ধরনের অসামাজিক কর্মকান্ডে জড়িত। তার ছেলে মেহেদি এলাকার চিহ্নিত মাদক সেবনকারী ও বিক্রেতা। এছাড়া চুরি, ছিনতাই সহ সব ধরনের অপকর্মে জড়িত মেহেদি। মা-ছেলের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করে এরা তাদের মামলা দিয়ে হয়রানি করে থাকে। অভিযোগকারীরা বলেন, বিউটি বেগমের মামলা থেকে তার নিজ চাচা মৃত শাহজাহার মুন্সিও রেহাই পাননি জীবিত অবস্থায়। বিউটি বেগমের অত্যাচারে অতিষ্ট হয়ে ২০১৭ সালের ২১ নভেম্বর এলাকাবাসী একত্রিত হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছিল। তাই বিউটি বেগমের এমন কর্মকান্ড থেকে রেহাই পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।  বিউটি বেগম মৃত বীর মুক্তিযোদ্ধা মোসলেম মুন্সীর মেয়ে এবং গ্যাস্টারবাইন এলাকার পুলিশ বাড়ী সড়কের বাসিন্দা।
এ বিষয়ে বিউটি বেগমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT