বিএনপির কমিটিতে না রাখায় হতাশ প্রবাসীরা বিএনপির কমিটিতে না রাখায় হতাশ প্রবাসীরা - ajkerparibartan.com
বিএনপির কমিটিতে না রাখায় হতাশ প্রবাসীরা

3:25 pm , December 18, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কোন কমিটিতে প্রবাসীদের না রাখার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন অনেকে।  প্রবাসীদের দাবি তারা বিদেশে অবস্থান করলেও বিগত সরকার বিরোধী আন্দোলনে সকল কর্মসূচীতে সর্বাত্মক সমর্থন দিয়েছেন। বিভিন্ন সময় আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন নিয়ে জোরালো প্রচার-প্রচারনা চালিয়েছেন। শেখ হাসিনা সরকারের দেশ বিরোধী কর্মকান্ড নিয়ে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন । এমনকি ফ্যাসিষ্ট সরকারকে বেকায়দায় ফেলতে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো থেকে বিরত ছিলেন। যা আন্দোলনে এনে দিয়েছিল নতুনমাত্রা। সেই প্রবাসীদের কোন কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি বলে মন্তব্য অনেকের। তারা প্রয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি করার ক্ষেত্রে প্রবাসীদের জন্য একটি কোটা রাখার দাবী জানান।
জানাগেছে,  গত ৩ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে দেশের সকল কমিটিতে কারা থাকবেন এ নিয়ে একটি নির্দেশনা দেয়া হয়। চিঠিতে ইউনিয়ন থেকে থানা ও জেলা কমিটিতে “নব্য বিএনপি বিদেশ থেকে আসা” কাউকে কোনভাবে না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ওই চিঠি পেয়েছেন সদ্য সিঙ্গাপুর থেকে দেশে ফেরা সাবেক এক ছাত্রদল নেতা। নাম প্রকাশ না করার শর্তে ওই ছাত্রদল নেতা বলেন, গত ১৫ বছর ধরে যারা বিদেশ ছিলো তারা কেউ ইচ্ছে করে প্রবাসী হয়নি। কেউ নির্যাতনের শিকার হয়ে, কেউবা অর্থনৈতিক দৈন্যতায় কাজের জন্য প্রবাসী হয়েছেন। তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে পালিয়ে থাকায় ঘরে বাজার করার মতো সামর্থ্য ছিলো না। তখন কোন নেতা আমাদের সহযোগিতা করেননি। তাই কাজের জন্য প্রবাসে এসেও সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। ওই প্রবাসীর দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে সবচেয়ে বেশি সোচ্ছার ছিলো প্রবাসীরা। গত জুলাই-আগষ্টের আন্দোলনে ফেসবুকে নিজেদের প্রোফাইল সকল প্রবাসীরা লাল করেছিলো। গত ১৫ বছর দেশের মানুষ প্রকাশ্যে কিছু বলতে পারেনি। কিন্তু প্রবাসীরা সব সময় সক্রিয় ছিলো। আরেক প্রবাসী বলেন, প্রবাসীরা দেশের ও দলের সম্পদ। তাদের এভাবে বাদ দিলে দলের ক্ষতি হবে। তার চেয়ে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনে প্রবাসীদের জন্য একটি পদ রাখা হোক। প্রবাসী সম্পাদক, সহ-সম্পাদক পদ সৃষ্টি করে সেখানে প্রবাসীদের রাখা হোক। তাহলে প্রবাসীরা সম্মানিত হবে। দলও উপকৃত হবে। বর্তমানে বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন কমিটিতে প্রবাসীরা পদ পেতে দলীয় কর্মকান্ডে অংশ নিচ্ছে। হাই কমান্ডের এ সিদ্ধান্তে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেন, অনেকে বিদেশে থেকে দেশে এসে বিভিন্ন পদ-পদবি এমনকি জনপ্রতিনিধি হয় কিংবা দাবি করে। পরিস্থিতির কারনে হয়তো হাইকমান্ড এ সিদ্ধান্ত নিয়েছে। সরোয়ার বলেন, বর্তমানে সকল কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কাউন্সিলের মাধ্যমে সকল কমিটি হবে। সেখানে নেতৃবৃন্দ যদি মনে করে প্রবাসীদের জন্য কোন পদ বা কোটা রাখা উচিত তাহলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিলেই হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT