চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ পরিবারের দাবি হত্যা চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ পরিবারের দাবি হত্যা - ajkerparibartan.com
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ পরিবারের দাবি হত্যা

3:23 pm , December 18, 2024

চরফ্যাসন  প্রতিবেদক ॥ চরফ্যাসনে এক সন্তানের জননী গৃহবধূ মাকসুদার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।পরিবারের অভিযাগ পারিবারিক কলহের জের ধরে মাকসুদাকে গলাটিপে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে হাজারীগঞ্জ চর ফকিরা গ্রামের স্বামী ইউসুফ আলীর বসতঘরে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শশীভূষণ থানা পুলিশ বুধবার লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছে।
পুলিশ, ও স্থানীয় প্রতিবেশীদের দেয়া তথ্যানুযায়ী, ৬বছর আগে চরফ্যাসনের চর মানিকা চর আইচা গ্রামের মাওলানা আব্দুল মাজেদের মেয়ে মাকসুদার সাথে হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের দিনমজুর ইউসুফ আলীর বিয়ে হয়।মাকসুদা ইউসুফ দম্পতির ঘরে ৪বছরের একটি কন্যা সন্তান আছে।
গত এক সপ্তাহ স্বামীসহ বাবার বাড়িতে বেড়ানোর পর মঙ্গলবার বিকেলে স্বামী ইউসুফ আলীর ঘরে ফেরেন মাকসুদা। ঘরে ফেরার কয়েক ঘন্টা পর স্বামীর বসতঘরের আড়ায় মাকসুদার ঝুলন্ত লাশ দেখা যায়। মাকসুদার বাবা মাওলানা আব্দুল মাজেদ অভিযোগ করেন- স্বামীর পরিবার বিভিন্ন সময় তার মেয়েকে মারধর করেছে। ঘটনার দিন পরিবারের সকলে মিলে গলাটিপে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখে। ঘটনার পর থেকে স্বামী ইউসুফসহ বাড়ির সব লোক আত্মগোপনে চলে গেছেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান,নিহতের বাবা মাওলানা আব্দুল মাজেদ বাদি হয়ে মেয়েকে হত্যার দাবি করে লিখিত অভিযোগ দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT