বিএনপি নেতাদের মোটরসাইকেল কিনে না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা বিএনপি নেতাদের মোটরসাইকেল কিনে না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা - ajkerparibartan.com
বিএনপি নেতাদের মোটরসাইকেল কিনে না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা

3:22 pm , December 18, 2024

গৌরনদী  প্রতিবেদক ॥ গৌরনদীতে বিএনপি নেতাদের দাবিকৃত তিনটি মোটরসাইকেল কিনে না দেওয়ায় মঙ্গলবার সকালে সৌদি প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এসময় প্রবাসী ভাসাই খান (৪৫) ও তার স্ত্রীকে রিমু বেগমকে (৩৫) মারধর করা হয়। স্থানীয় লোকজন, আহত ও পুলিশ সূত্র জানায়, গৌরনদী উপজেলার বেদগর্ভ গ্রামের মৃত মোঃ আইউব আলী খানের ছেলে ভাসাই খান ১৯ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন।  সম্প্রতি তিনি বাড়িতে আসার পরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের কার্যক্রম পরিচালনার জন্য তিনটি মোটরসাইকেল দাবি করেন। মোটরসাইকেল কিনে না দেওয়ায় মঙ্গলবার সকালে বাড়িতে হামলা চালায়। ভাসাই খান অভিযোগ করে বলেন, ৫/৬ মাস আগে আমি বাড়িতে আসি। ৫ আগষ্টের পরে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য ও সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধার ছেলে ইউনিয়ন  বিএনপির সদস্য পলাশ মৃধা (৩৫) তার সহযোগী ইকবাল মৃধা (৩৬) আমার কাছে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য তিনটি মোটরসাইকেল কিনে দিতে বলে। আমি তা দিতে অস্বীকৃতি জানাই। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে পলাশ মৃধা ও ইকবাল সরদারের নেতৃত্বে ৭/৮ জন মিলে আমার বাড়িতে এসে ৬ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরের মধ্যে ঢুকে শোকেজ ভাঙচুর ও তছনছ শুরু করে। আমি বাধা দিলে আমাকে মারধর করে। এ সময় আমার স্ত্রী রিমু বেগম (৩৫) বাধা দিলে তাকে মারধর ও লাঞ্ছিত করে গলার চেইন ছিনিয়ে  ও ধান বিক্রির ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তিতে আমরা ৯৯৯ এ কল করি।
অভিযোগের ব্যাপারে জানতে  বিএনপি নেতা পলাশ মৃধাকে ফোন করলে তিনি রিসিভ করেননি।
তার বাবা গৌরনদী উপজেলা বিএনপির সদস্য ও সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধার বলেন, ভাসাইকে চড় থাপ্পর মেরেছে এটা সঠিক তবে লুটপাট এর ঘটনা ঘটেনি।
ঘটনাস্থল পরিদর্শনকারী সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আজাদ বলেন, ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর এর আলামাত পেয়েছি কিন্তু হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, কোন লিখিত অভিযোগ পাইনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT