বিনামূল্যে চক্ষুসেবা ফেলেন ১৪৩ জন রোগী বিনামূল্যে চক্ষুসেবা ফেলেন ১৪৩ জন রোগী - ajkerparibartan.com
বিনামূল্যে চক্ষুসেবা ফেলেন ১৪৩ জন রোগী

3:21 pm , December 18, 2024

সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রশংসনীয় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক ॥ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং আর্থিক সহযোগিতায়, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল বুধবার ১৪৩ জন চক্ষু রোগীকে  বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা সরবরাহ করা হয়। প্রাথমিকভাবে বাছাইকৃত রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করা হবে। এ সময় রোগীদের থাকা, খাওয়া, অপারেশন ও ওষুধের সমস্ত খরচ আয়োজক প্রতিষ্ঠান বহন করবে।
১৪৩ জন রোগীর মধ্যে ২২ জনকে ছানি অপারেশন এবং ৪ জনকে নেত্রনালী অপারেশনের জন্য মনোনীত করা হয়েছে। বাছাইকৃত রোগীদের আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুস্থ রোগীদের জন্য সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহায়তায় বিনামূল্যে ছানি ও নেত্রনালী অপারেশন করা হবে। তুলনামূলকভাবে স্বাবলম্বী রোগীদের ক্ষেত্রে তাদের সামর্থ্যের বাইরে থাকা খরচ সংগঠনটি বহন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক  সাজ্জাদ পারভেজ। এ সময় সংগঠনের সভাপতি মঈন উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান এবং আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবদুল মোতালেব হাওলাদার বক্তব্য প্রদান করেন। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের একজন মেডিকেল অফিসারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সভাপতি মঈন উদ্দিন আহমেদ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি সাজ্জাদ পারভেজ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের কার্যক্রমে সরকারি অনুদান প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান এই আয়োজনের উপকমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবদুল মোতালেব হাওলাদারকে তার অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT