4:33 pm , December 17, 2024
মো: সালমান রায়হান ॥ বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শুচিতা শরমিন। গত সোমবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভে গিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ভিসির নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন
উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রাব্বানী, বিভিন্ন অনুষদের ডিন,রেজিস্টার, বিভাগীয় প্রধান,প্রক্টর, প্রভোস্ট, দপ্তর প্রধান,শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ভিসি শুচিতা শরমিন বলেন, প্রতিবছর এইদিনে আমরা বিজয় উদযাপন করি। ১৬ ডিসেম্বরের বিজয় আমাদের শ্রেষ্ঠ অর্জন যা প্রজন্ম থেকে প্রজন্ম এর মধ্যে ইতিহাস হয়ে থাকবে। তারা এটা স্মরণ করে উদযাপন করবে।