১৬ ডিসেম্বর নাগরিক কমিটির সমাবেশে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ১৬ ডিসেম্বর নাগরিক কমিটির সমাবেশে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা - ajkerparibartan.com
১৬ ডিসেম্বর নাগরিক কমিটির সমাবেশে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

4:33 pm , December 17, 2024

বিশেষ প্রতিবেদক ॥ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নাগরিক কমিটির সমাবেশে হামলার প্রতিবাদ জানিয়েছেন বরিশালের নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এ সভায় উপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি ডাঃ মাহমুদা মিতু বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপর আমাদের আস্থা রয়েছে। তিনি এ ঘটনার অবশ্যই ন্যায়বিচার করবেন। তবে পুলিশের ভূমিকা নিয়ে আমরা বিস্মিত। কেননা, পুলিশ চাইলে বা এগিয়ে এসে সহযোগিতা করলেই ঐ অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব ছিলো। আমরা বারবার পুলিশের সাহায্য চেয়েছিলাম।  তাদের অনুমতিপত্র আমাদের হাতে ছিলো। পুলিশ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি যা সত্যি রহস্যজনক। ১৭ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এই প্রতিবাদ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির বরিশাল মহানগর প্রতিনিধি সাজেদুর রহমান শাকিল মৃধা।
জানা যায়, ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অনুমতিক্রমে বিবির পুকুর পাড় সংলগ্ন সোহেল চত্বরে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এসময় বিএনপির একটি বিজয় মিছিল ঐ পথে যাচ্ছিল এবং মিছিলে থাকা কয়েকজন নেতাকর্মী নাগরিক কমিটির উপর হামলা চালিয়ে তাদের ব্যানার ছিড়ে ফেলে এবং চেয়ারগুলো ছুড়ে ফেলে দেয়। এ ঘটনার প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে পিটিয়ে জখম ও আহত করা হয় বলে জানান শাকিল মৃধা। বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত বরিশাল মডেল থানায় অবস্থান করে নাগরিক কমিটির সদস্যরা এ বিষয়ে অভিযোগ লিপিবদ্ধ করেন। এখানেও পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করেছে বলে জানান তিনি। পরবর্তীতে নিজেদের গাঁ বাঁচাতে নাগরিক কমিটির ভিতর ফ্যাসিস্টদের উপস্থিতি রয়েছে এমন ট্যাগ লাগাতে শুরু করেন বিএনপির ঐ নেতারা। এর প্রতিবাদে ঐ দিন বিকালেই সংবাদ সম্মেলন করে নাগরিক কমিটি এবং তীব্র নিন্দা প্রতিবাদসহ দোষীদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। যার কোনোকিছুরই দৃশ্যমান হয়নি। এরই প্রতিবাদে ১৭ ডিসেম্বর মঙ্গলবার এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানান নাগরিক কমিটি সদস্যরা। তারা বিএনপির কতিপয় নেতাকর্মীদের আচরণকে অত্যন্ত নিন্দনীয় ও প্রতিহিংসামূলক বলে মতবিনিময় সভা থেকে সকলে একযোগে প্রতিবাদ জানান। এসময় ডাঃ মিতু বলেন, পলাতক ফ্যাসিবাদের সময় প্রতিপক্ষকে রাজাকার বা জঙ্গি ট্যাগ দেয়া হতো। এখন আবার একটি দল প্রতিপক্ষকে ফ্যাসিবাদের দোসর বা আওয়ামী লীগ ট্যাগ দিতে শুরু করেছে। যদিও তারাই বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বা সমঝোতা করে চাঁদাবাজি ও দখলদারিত্ব বজায় রেখেছে।
নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সচিব  মিতু আরো বলেন, আমরা শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করতে বদ্ধ পরিকর। এ জন্য প্রয়োজন হলে আবারও ছাত্র জনতা রক্ত দিতে প্রস্তুত বলে জানান তিনি।
এসময় আহত শিক্ষার্থী রহমতুল্লাহ সাব্বির, আসিফসহ বরিশাল জেলা ও মহানগরের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসকের সাথে দেখা করেন নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT