মঠবাড়িয়ায় আশার ফ্রি মেডিকেল ক্যাম্প মঠবাড়িয়ায় আশার ফ্রি মেডিকেল ক্যাম্প - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

4:32 pm , December 17, 2024

পিরোজপুর প্রতিবেদক ॥ মহান বিজয় দিবস উপলক্ষে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা মঠবাড়ীয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে মিরুখালী স্বাস্থ্য উপকেন্দ্রে এ ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন আশার আঞ্চলিক ব্যবস্থাপক  আব্দুল মালেক।
উপস্থিত ছিলেন,  মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, মোঃ রুহুল আমীন, মোঃ আবু সাঈদ।
দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং ৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT