ভারত আমাদের দেশ চালানোর চেষ্টা করছে : সরোয়ার ভারত আমাদের দেশ চালানোর চেষ্টা করছে : সরোয়ার - ajkerparibartan.com
ভারত আমাদের দেশ চালানোর চেষ্টা করছে : সরোয়ার

4:27 pm , December 17, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতি বছরের ন্যায় এবছরও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী মুক্তিযুদ্ধের চিত্র, তথ্য ও দলিলপত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) কার্যালয়ে। সোমবার সকাল ৮ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ প্রদর্শনী শুরু হয়। বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ তিনবার মানুষের ভোট হরণ করেছে। সব মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এই মুহূর্তে নির্বাচনকে গুরুত্ব দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, উপদেষ্টাবৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া জরুরী। আলোচনায় নির্বাচনের একটা তারিখ ঠিক করা উচিত। একইসাথে নির্বাচনের একটা রোডম্যাপ হওয়া দরকার যে কোনটার পরে কোনটা করা হবে।
এসময় সরোয়ার আরো বলেন, ভারত যদি আমাদের বন্ধু হয়, তাহলে এদেশের সম্পদ নিতে চায় কেন তারা। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের চিন্তাভাবনা কী ছিল তা আমরা জানি। মুক্তিযুদ্ধের সময় জনগণের সম্পদ এবং মুুক্তিযুদ্ধের সম্পদ নেওয়ার সময় মেজর এম এ জলিল বাঁধা দিয়েছিলেন। তখন তাকেও বন্দি করা হয়েছিল। তিনি আরো বলেন, ভারত আমাদের বন্ধুু হলেও, তারা বিভিন্ন কথাবার্তা বলে আমাদের দেশ চালানোর চেষ্টা করছে। বিজিবি নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার মনে হয় না তার চিন্তাধারায় কোনো পরিবর্তন এসেছে। তাদের ইচ্ছা হলো একটি পুতুল সরকার বানিয়ে আমাদের দেশ পরিচালনা করার।
বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিআরইউ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, মেজর জলিলের মামতো ভাই ডা. আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনী উপ-কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব মহসিন সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান, প্রচার ও দপ্তর সম্পাদক জিয়াউল করিম মিনার, বিআরইউ নির্বাহী কমিটির সদস্য তন্ময় তপু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT