4:23 pm , December 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ ১৬ বছর পর বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালন করেছে বরিশাল বিএনপি। এদিন সকালে সদররোড দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল র্যালি বের করে মহানগর বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের নেতৃত্বে বের হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে শেষ হয়। র্যালিপূর্ব অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেলিমা রহমান। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম, সাবেক এমপি মেজবাহউদ্দীন ফরহাদ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনসহ অন্যান্যরা। এর আগে নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রায় একই সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা দক্ষিণ বিএনপি। বেগম সেলিমা রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, এস সরফুদ্দীন আহমেদ সান্টু, জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন প্রমুখ। অপরদিকে বিজয় দিবস উপলক্ষে নগরীতে পৃথক র্যালি করেছে মহানগর বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। যার নেতৃত্বে ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীজ জাহিদুল কবির জাহিদ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আহসান কবির হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্যরা।