বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল প্রেসক্লাবে আলোচনা সভা বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল প্রেসক্লাবে আলোচনা সভা - ajkerparibartan.com
বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল প্রেসক্লাবে আলোচনা সভা

4:21 pm , December 17, 2024

পরিবর্তন ডেস্ক ॥ এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে এই স্লোগানে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর)বেলা ১১ টায় বরিশাল প্রেসক্লাবের নীচ তলার হলরুমে সিনিয়র সাংবাদিক এম এম আমজাদ হোসাইনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।সভায় ১৯৭১ এর সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক মো. হুমায়ুন কবির।বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কে এম নয়ন এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কমল সেন গুপ্ত, গোপাল সরকার প্রমুখ।উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মু. ইসমাইল হোসেন নেগাবান, কাজী মিরাজ মাহমুদ, বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম লোকমান হোসেন, মঈনুল ইসলাম সবুজ প্রুমখ।এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার ওপর আলোকপাত করেন। এসময় তারা প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষনের দাবিও তোলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT