বোরহানউদ্দিনে জেলেকে পিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ ॥ মোটরসাইকেল আটক বোরহানউদ্দিনে জেলেকে পিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ ॥ মোটরসাইকেল আটক - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে জেলেকে পিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ ॥ মোটরসাইকেল আটক

3:36 pm , December 15, 2024

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে কাজল নামক মাছ বিক্রেতাকে পথরোধ করে পিটিয়ে নগদ ৪৩ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীদেরকে ধাওয়া করে একটি মোটরসাইকেল আটক করেছে স্থানীয়রা। টবগী ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন মেম্বারের জিম্মায় আটক হওয়া মোটরসাইকেলটি রেখেছে স্থানীয়রা। কাচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দালাল বাজার এলাকায় নিরবের ছেলে রিপনসহ অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে হামলা ও টাকা ছিনতাই করার অভিযোগ করেন ভুক্তভোগী কাজল। শুক্রবার দুপুরে আবুল বাজার এলাকার পশ্চিম পাশে কালভার্টের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। মাছ বিক্রেতা আহত কাজল জানান, তিনি প্রতিদিন মনিরাম বাজারে মাছ বিক্রি করে আসছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৩ হাজার টাকার মাছ বিক্রি করে বাড়িতে যাওয়ার সময় একটি মোটরসাইকেল যোগে তার ভাতিজি জামাই রিপনসহ অজ্ঞাত ২ জন তাকে পথরোধ করেন। হঠাৎ তাকে মারধর করে গুরুতর আহত করেন তারা। তার সাথে থাকা মাছ বিক্রির ৪৩ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। তার ৪৩ হাজার টাকাসহ হামলাকারীরা মোটরসাইকেল যোগে স্থান ত্যাগ করার সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোক মোটরসাইকেলটিকে ধাওয়া করে আটক করেন। পরে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় রিপনসহ অজ্ঞাত ২ হামলাকারী।
তার বাসায় বগি দাসহ দেশীয় অস্ত্র রয়েছে। তাকে আইনের আওতায় আনার দাবী জানান তিনি। টবগী ১ নং ওয়ার্ডের আবুল বাজার এলাকার আলী মিয়ার ছেলে নসু মিয়া জানান, হামলাকারীরা মোটরসাইকেল যোগে ৩ জন লোক এসে মাছ বিক্রেতাকে মারধর করতে থাকে। মাছ বিক্রেতার ডাক চিৎকার শুনে তিনিসহ স্থানীয় একাধিক লোক ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। এসময় হামলাকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। অন্যদিকে রিপনের কাছে জানতে চাইলে তাকে খুজে পাওয়া যায়নি তবে তার এলাকার লোক জানান, ২০১৭ সালে গরু চুরির মামলায় জেল খেটেছেন রিপন। বোরহানউদ্দিন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
তার ব্যবহারকৃত আটক হওয়া বাজাজ কোম্পানির প্লাটিনা মোটরসাইকেলটির নেই কোন রেজিষ্ট্রেশন। তবে মোটরসাইকেলটি চোরাইকৃত বলে জানান স্থানীয়রা।
এঘটনায় আহত কাজলের ছোট ভাই তাহাজ্জল বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT