3:35 pm , December 15, 2024
স্বরুপকাঠি প্রতিবেদক ॥ বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক দৈনিক কালবেলা পত্রিকার চীফ ফটো সাংবাদিক কাজল হাজরার মা ঝর্না রাণী হাজরা (৮০) গতকাল রোববার সকালে ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে মৃত্যুবরন করেছেন। তিনি অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা সুখ লাল হাজরার স্ত্রী। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ সোমবার সকালে স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ীস্থ নিজবাড়ীতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অস্যখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, স্বরূপকাঠি প্রেসক্লাবের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।