মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের আলোচনা সভা মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের আলোচনা সভা - ajkerparibartan.com
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের আলোচনা সভা

3:34 pm , December 15, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও শহিদদের জন্য দোয়া অনুষ্ঠান গতকাল বেলা ১০টায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাম্য , মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল কিন্ত স্বাধীনতার ৫৪ বছরেও সেই উদ্দেশ্য আজও পূরণ হয়নি। দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের ভূমিকা অনস্বীকার্য কিন্তু কায়েমী ও স্বার্থবাদী রাজনৈতিক দল কর্তৃক তাদের ব্যবহার করা হয়েছে এবং বাকস্বাধীনতা খর্ব করা হয়েছে ।
বর্তমানে দেশকে বিভিন্ন ষরযন্ত্র হচ্ছে, তাই এহেন পরিস্থিতিতে মুক্তিযোদ্ধাদের উচিত বিভিন্নভাবে প্রতিবাদের মধ্য দিয়ে বিশেষ ভূমিকা পালন করতে হবে এবং দেশের স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে ।
মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন বাবুগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুর রহমান সিকদার
ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ করিম হাং, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার মাসুদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT