বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত - ajkerparibartan.com
বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

3:29 pm , December 15, 2024

বানারিপাড়া প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়ায় থানা পুলিশের উদ্দ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় থানা চত্ত্বরে থানার অফিসার ইনচার্জ মো: গোলাম মোস্তফা’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো: বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বানারীপাড়া -উজিরপুর (বরিশাল -২) আসনের বিএনপির প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসপি বেলায়েত হোসেন বলেন, শান্তি ও সম্প্রীতির একটি মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে বানারীপাড়া উপজেলা। তিনি মাদক মুক্ত বানারীপাড়া গড়তে সকলের সহযোগীতা কামনা করেন। এছাড়াও তিনি বলেন পার্শ্ববর্তী দেশ ভারতীয় টিভি চ্যানেল গুলো বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে এদেশের মানুষদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান। আমাদের সমাজে হিন্দু- মুসলিম একই সম্প্রীতির কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে বলে ও তিনি মন্তব্য করেন। তিনি বানারীপাড়া থেকে সকল প্রকার অপরাধ দূর করতে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র জনতা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন, অন্যায়কারী যেই হোক পুলিশের কাছে কোন ছাড় পাবেনা।সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,বিএনপি এখনো ক্ষমতায় আসেনি।বিএনপিকে বিজয়ী করতে হলে সাধারণ জনগণকে ভালবাসার মাধ্যমে তাদের সমর্থন আদায় করতে হবে। তাদের দুঃখ দুর্দশায় পাশে থাকতে হবে। তিনি পুলিশ প্রশাসনের নিকট সকলের প্রতি সমভাবে নিরাপত্তা দেয়ার আহবান জানান। বানারীপাড়া থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশের এ এসপি (উজিরপুর সার্কেল) ইকরামুল আহাদ, বানারীপাড়া উজিরপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শেখ জুবায়ের শুভ, বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ শাহ আলম মিয়া, বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোসা: আফরোজা বেগম, বানারীপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ শিক্ষক সমিতি সেলিম ভূঁইয়া গ্রুপের বরিশাল জেলা শাখার সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ খলিলুর রহমান শাহাদাত, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ শিহাবউদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল, বন্দর বাজার ব্যবসায়ী উজ্জ্বল কুন্ডু, পুজা উদযাপন পরিষদ নেতা বিটু দাস প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হানিফ হাওলাদার, যুগ্ন আহবায়ক মঞ্জুর খান, সবুর খান, পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার,পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, পৌর যুব দলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম উদ্দিন ডালিম, যুবদল নেতা জাকির হোসেন, সাংবাদিক মাইদুল ইসলাম শফিক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT