বিজয় দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচি বিজয় দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচি - ajkerparibartan.com
বিজয় দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচি

3:27 pm , December 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আজ মহান বিজয় দিবস। দিবসটি পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে পুলিশ লাইন্স মাঠে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা। সকাল ৭ টা ১৫ মিনিটে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। সকাল ৭ টা ৩০ মিনিটে এডিসি শহীদ আজিজুল ইসলামের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত, সকাল ৯টায় বরিশাল বেলসপার্ক এ জাতীয় পতাকা উত্তোলন, সকাল দশটায় একই স্থানে বিজয়মেলার উদ্বোধন , বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের নিয়ে মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বেলা ১১ টায় শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা। দুপুর দুইটা থেকে বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য প্লানেট ওয়ার্ল্ড পার্ক উম্মুক্ত থাকবে। এছাড়া মসজিদ মন্দির  সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
অপরদিকে বিজয় দিবস উপলক্ষে মহানগর ও জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে । কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও র‌্যালি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT