3:12 pm , December 14, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া থেকে শারমিন আকতার (২৬) নামে এক গৃহপরিচারিকা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বাসার মালিক জিয়া উদ্দীন আহমেদ কোতয়ালী থানায় জিডি করেছেন। নিখোঁজ শারমিন আক্তারের পান খাওয়ার অভ্যাস আছে। গায়ের রং শ্যামলা এবং মাথায় কালো চুল। তার মানসিক সমস্যা রয়েছে। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নি¤œলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জিয়া উদ্দীন আহমেদ (০১৭৩৬৮৪৯৭১৬)।