3:06 pm , December 14, 2024
খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা ‘শহিদ বুদ্ধিজীবী’ দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালন করে। এ উপলক্ষে গতকাল সকাল ৮টায় এস.সি.জি.এম মাধ্যমিক বিদ্যালয়ে বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আসাদুল আলম আসাদ।
বক্তব্য রাখেন সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইদ্রিসুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সোনালী কর্মকার, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ।
সভা শেষে শহিদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় এবং শহিদ বুদ্ধিজীবী বেদিতে নেতৃবৃন্দ পুস্পস্তাবক অর্পণ করেন।