পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ এর আইসিটি বিভাগের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ এর আইসিটি বিভাগের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - ajkerparibartan.com
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ এর আইসিটি বিভাগের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

3:05 pm , December 14, 2024

লালন ॥ ভোলা সরকারী স্কুল মাঠ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ এর আইসিটি বিভাগের উদ্যোগে ICT Knowledge Sharing and Simulaion শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার আলী আকবর হাওলাদার। প্রধান অতিথি ছিলেন পদক্ষেপ প্রধান কার্যালয় আইসিটি বিভাগের পরিচালক মুহম্মদ আররাফি সিদ্দীক। বিশেষ অতিথি ছিলেন আয়েশা খানুম (রিক্স ম্যানেজমেন্ট এন্ড ক্রেডিট অ্যানালিস্ট), প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ((H.R.D. Unit) ডালিয়া আশরাফ আসমা, সিনিয়র সহকারী পরিচালক মোঃ ইমরান, সহকারী পরিচালক নাসির উদ্দিন, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ফয়সল।  এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জোনের সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজারগন এবং ভোলা জোনের সিনিয়র ম্যানেজার (এডমিন এন্ড এক্যাউন্টস) এবং ভোলা জোনের ১৭টি ব্রাঞ্চে কর্মরত সকল ব্রাঞ্চ ম্যানেজারসহ ২১০ কর্মচারীরা। দিনব্যাপি ওঈঞ কহড়ষিবফমব ঝযধৎরহম ধহফ ঝরসঁষধরড়হ বিষয়ে বিভিন্ন বেসিক ধারনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মাইক্রোক্রেডিট প্রোগ্রাম এর বিভিন্ন সূচকের উন্নতির কৌশল নিয়ে আলোচনা করেন। ভোলা জোনের সহকারী পরিচলক ও জোনাল ম্যানেজার ভবিষ্যতে জোনের সকল সূচকে আরো উন্নতি করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT