4:04 pm , December 13, 2024
আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
নিজস্ব প্রতিবেদক ॥ ধরা ছোঁয়ার বাইরে রয়েছে অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের মালিক নিজাম উদ্দিন মৃধার কাছে চাঁদা চাওয়া চাঁদাবাজরা। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী জিয়া মাঝিকে গ্রেফতার করা হলেও বর্তমানে জামিনে রয়েছেন তিনি। এছাড়া মামলায় আরো নামধারী ৩ জন ও অজ্ঞাত আরো কয়েকজন আসামী থাকলেও তাদের কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার বাদীর অভিযোগ আসামীরা বাইরে অবস্থান করায় তারা নিয়মিত তাকে ও মামলার ১ নম্বর সাক্ষী অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের মালিক নিজাম উদ্দিন কে হুমকি ও যথারীতি চাঁদা দাবী করে আসছে। একই সাথে আসামীরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় সার্বিক নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
ঘটনার সূত্রপাত অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের ইউনিট-২ এর নির্মান কাজ কে কেন্দ্র করে। নলছিটির তিমিরকাঠিতে অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের ইউনিট-২ নির্মানের লক্ষে কাজ শুরু করা হয়। এই কাজ শুরুর পরপরই স্থানীয় জিয়া মাঝি,রমিজ মাঝি ও রিয়াজ মাঝি নিজাম উদ্দিন মৃধার কাছে বিভিন্ন সময় ৫০ লাখ টকা দাবী করে। টাকা না দিলে শিপ বিল্ডার্স দখলসহ বিভিন্ন ক্ষতিসাধন ও প্রাননাশের হুমকি দেওয়া হয়।
চলতি বছরের ১৬ সেপ্টেম্বর সকালে উক্ত আসামীরা অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের ইউনিট-২ তে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া লেকে থাকা মাছ চুরি করে ও ফলজ গাছের ক্ষতি সাধন করে। বিষয়টি তাৎক্ষনিক অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের মালিক নিজাম উদ্দিনকে জানালে আসামীরা আবারো ৫০ লাখ টাকা দাবী করে।
এ ঘটনায় অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের ম্যানেজার আবুল বাশার বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ১ নং আসামী জিয়া মাঝিকে গ্রেফতার করলেও অন্য আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি। গ্রেফতারের কিছুদিন পরে জিয়া মাঝিও জামিনে মুক্তি পায়। বাদী আবুল বাশার বলেন, আমরা প্রতিনিয়ত আসামীদের হুমকি-ধামকির শিকার হচ্ছি। থানা পুলিশ তাদের গ্রেফতার না করায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।