বরিশাল কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বরিশাল কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশাল কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

4:02 pm , December 13, 2024

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ে।গতকাল শুক্রবার সকালে ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।ওপেন হাউজ ডেতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ মানুষ তাদের পুলিশ কমিশনারের কাছে নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ কমিশনার ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT