একমাত্র ইসলামি শাসন ব্যবস্থাই পারে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে : এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল একমাত্র ইসলামি শাসন ব্যবস্থাই পারে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে : এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল - ajkerparibartan.com
একমাত্র ইসলামি শাসন ব্যবস্থাই পারে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে : এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল

4:00 pm , December 13, 2024

শ্রমিক কল্যাণ ফেডারেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন

বিশেষ প্রতিবেদক ॥ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য শ্লোগান নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন  সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একমাত্র ইসলামি শাসন ব্যবস্থাই পারে  শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বরিশাল মহানগরীর সভাপতি মাস্টার মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বরিশালের আমীর এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল অঞ্চলের পরিচালক কবির আহমদ, সহকারী পরিচালক  মশিউর রহমান।
প্রধান অতিথি  বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। শ্রমিকদের ব্যাপারে আল্লাহ ও তার রাসুলের যে ঘোষণা রয়েছে তা আর কারও ব্যাপারে উল্লেখ নেই। ইসলামে মালিক শ্রমিকের ব্যাপারে কোন পার্থাক্য নেই। আইন বিচার ও সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে মালিক শ্রমিকের মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে মালিক শ্রমিকের অধিকার সম্পূর্ন ভিন্ন। বিগত বছরগুলোতে সেটা চরম আকার ধারণ করেছিলো । প্রিয় নবী (সাঃ) নিজেও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে বলেছেন। শ্রমিকদের শরীরের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করতে হবে।
হেলান বলেন, যদি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে নবী করিম (সাঃ) এর  আদর্শের দিকেই ফিরে যেতে হবে।
গতকাল শুক্রবার অশ্বিনী কুমার টাউনহলে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর দ্বি-বার্ষিক এই সম্মেলনে মিজানুর রহমানকে সভাপতি এবং জাফর ইকবালকে সেক্রেটারি মনোনীত করা হয়।
সম্মেলনের বিশেষ অতিথি জহির উদ্দিন মু.বাবর বলেন, এদেশের ছাত্র ও যুব সমাজের জীবনের বিনিময়ে আমরা আজকে টাউনহলে সমাবেশ করছি। আমরা নিহত ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করছি। এই দেশে শ্রমিকদের উপরে ভর করে সকলে ক্ষমতায় গিয়ে শ্রমিকদের শোষণ করছে। ইসলাম ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই ২০২৫ সালের মধ্যে বরিশালের সকল শ্রমিক অঙ্গনে আমাদের এই দাওয়াত পৌঁছে দিতে।
সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগরীর উপদেষ্টা মাওলানা মতিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর এর সভাপতি রিয়াজুল ইসলাম, জেলা সেক্রেটারি সাইফুর রহমান, কোতয়ালী থানার উপদেষ্টা তারিকুল ইসলাম, আনোয়ার হোসাইন, মোস্তাফিজুর রহমান ফেডারেশনের সাবেক সভাপতি এ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, মোয়াজ্জেম হোসেন হাওলাদার, সালেহ উদ্দিনসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT