3:59 pm , December 13, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের অধীন সকল সাংগঠনিক ইউনিটের কাউন্সিলর ও সম্মেলন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে সাংগঠনিক রিপোর্ট নিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। আগামী ৭ দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন তিনি। গতকাল বিকেল সাড়ে ৩টায় নগরীর হোটেল গ্রান্ডপার্কে অনুষ্ঠিত সাংগঠনিক এ সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহবুবুল হক নান্নু, আকন কুদ্দুসুর রহমানসহ মহানগর ও বিভাগের ৫ জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহবায়করা। বিভাগের ৫ জেলায় কমিটি থাকলেও বরগুনায় আপাতত কোন কমিটি নেই। যে কারণে ৫ জেলার নেতারা সভায় উপস্থিত ছিলেন। এর আগে ঢাকায় গত ১১ ডিসেম্বর বরিশাল বিভাগের সাবেক এমপি ও সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন আব্দুল আউয়াল মিন্টু। মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৬০ থেকে ৯০দিনের মধ্যে বরিশাল বিভাগের অধীন মহানগর ও সকল জেলা বিএনপির কার্যকরী কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের নির্দেশনা দিয়ে কেন্দ্র থেকে চিঠি ইস্যু করা হয় গত ২৫শে নভেম্বর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পত্রে দ্রুত সময়ের মধ্যে সম্মেলন সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। এ ধরণের নির্দেশনা পাওয়ার পর ৩০শে নভেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা আহবান করে মহানগর বিএনপি। এতে আহবায়ক কমিটির সকল সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে চিঠি দেন সংগঠনের সদস্য সচিব জিয়াউদ্দীন সিকদার। উদ্দেশ্য ছিলো মহানগরীর ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা। কিন্তু আহবায়ক, সদস্য সচিবসহ ১৭জন সদস্য সভায় উপস্থিত হলেও যুগ্ম আহবায়ক সহ ২৫জন অনুপস্থিত থাকায় তা সম্ভব হয়নি। তবে যেকোন সময় ৩০টি ওয়ার্ড ভেঙ্গে দেওয়া হবে বলে জানিয়েছে একাধিক সূত্র। বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টুর সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।